Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Welcome to Upazila Cooperative Office, Ukhia, Cox's Bazar information. Our social media links are given on the right side, you can click and visit, thank you.

Add a glance

এক নজরে

সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত।  উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, উখিয়া, কক্সবাজার।

১) জনবল সংক্রান্তঃ-

ক্রমিক নং

পদবী সংখ্যা কর্মরত প্রোপাইল দেখতে নামের উপরে ক্লিক করুন।

মন্তব্য

০১. উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ

০২ সহকারী পরিদর্শক ০১ ছোটন কুমার চৌধুরী

০৩. সহকারী পরিদর্শক ০১ শ্যামল বড়ুযা
০৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর


০৫. অফিস সহায়ক মিজানুর রহমান


২) ঠিকানাঃ- উপজেলা পরিষদ ভবন(২য় তলা), উপজেলা পরিষদ, উখিয়া, কক্সবাজার। 

৩) যোগাযোগঃ-ucoukhiya@gmail.com

০৪) আমাদের কার্যক্রমঃ-সমবায় সমিতি নিবন্ধন, তদারকী, পরিদর্শন, বার্ষিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি, অবসায়ন, নিবন্ধন বাতিল ও অন্যান্য সরকারী দায়িত্বপালন।

০৫) সমবায় সমিতির সংখ্যাঃ-

ক্রঃ নং

সমিতির শ্রেণী

সংখ্যা

সদস্য সংখ্যা

সংক্ষিপ্ত বর্ণনা

০১

কেন্দ্রীয় সমবায় সমিতি

০২ ১৭৫

যা সদস্য হলো প্রাথমিক সমবায় সমিতি।

০২

প্রাথমিক সমবায় সমিতি

১৭৫

১৫৮৩০

যা সদস্য হলো ব্যাক্তি। সদস্য সংখ্যা নূন্যতম ২০জন।

 

০৬) ঋণ কার্যক্রম চলমান আশ্রয়ণ প্রকল্পঃ- উপজেলার ০৩টি আশ্রয়ণ প্রকল্প  ও ১টি আশ্রয়ণ প্রকল্প ফেইজ-২ পে ঋণ কার্যক্রম চলমান আছে। উপজেলা আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রদান ও আদায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার। উপজেলার ০৪টি আশ্রয়ণ প্রকল্পের নাম নিম্নরুপঃ-

                   ক) চরপাড়া আশ্রয়ণ প্রকল্প

                   খ) রাজাপালং আশ্রয়ণ প্রকল্প

                   গ) পালংখালী আশ্রয়ণ প্রকল্প

                   ঘ) খেওয়াছড়ি বনরূপা আবাসন প্রকল্প (আশ্রয়ণ ফেইজ-২)